মহানবী (সাঃ) বলেন,
যে সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, তা বাতিল।
কিন্তু, অধিকাংশ লোকই (হানাফী মাযহাবের অনুসারীরা) জানাযার সালাতে সূরা ফাতিহা পাঠ করেন না।
জানাযার সালাতে সূরা ফাতিহা পাঠ করার প্রমাণ বোখারী শরীফেও বিদ্যমান।
এই বিষয়ে আসুন একটি সংক্ষিপ্ত বক্তব্য দেখি।
বক্তব্যঃ শাইখ আমানুল্লাহ বিন ইসমাঈল